Like Us

Monday, May 27, 2013

Deyal (wall). audience diary...

দেয়াল দেখার পর

একটা মঞ্চ, মাটি থেকে আকাশ পর্যন্ত। একটা বাক্স, স্বচ্ছ অদৃশ্য দেয়ালের। অথবা, একটা বল। চলমান। ভিতরে আমি, নামতে থাকি আমার মধ্যে। চারপাশের প্রাচীর ক্রমশ সঙ্কুচিত হয়। আমাকে চুপসে দিতে চায়। আমি জাগি। একটা বিস্ফোরণ। চারপাশে ছড়িয়ে পড়ে অসংখ্য আমার টুকরো। বুকে জড়িয়ে আদর করি। চুমু খাই। আমার ভিতর থেকে ধমকে ওঠে আমার ওয়ার্ডার। ছুটে পালাতে থাকে আমার আত্মজেরা। আমিও ছুটতে থাকি পিছু পিছু। পায়ের গতিতে শূন্যে ঘুরতে থাকে গোলক। ক্লান্তিতে জিরোতে থাকি। মার্ক্স, মোহনদাস আমার কানে কানে বলে যান মুক্তির মন্ত্র। দূরে ঈশ্বরের ছায়া পড়ে। সব ব্যর্থ ফিরে যায় মহাশূন্যে। স্থির বসে দেখি সুপারের পায়চারি। আমার বন্দিত্বের যন্ত্রণা ঘষটাতে থাকি জেলের গরাদে। অসহ্য কাতরানিতে মসৃণ হয় পাটাতন। তীব্র গোঙানিতে ফাটল ধরে দেয়ালে। চোরাপথে ভেসে আসে বকুল-গন্ধ। আর্দ্র হাওয়ায় চাষ করি টকটকে লাল গোলাপ। নেমে আসে প্রেয়সীর নরম আঙুল। বিপরীত দিকে খুলে যায় জেলের গেট। আমার জেলর ঘোষণা করে আমার মুক্তির খবর। আমার মাথার পিছনে ফুটে ওঠে দুটো চোখ। নরম ইশারায় তাকিয়ে থাকে মায়াময়। পিঠের দিকে একটা হাত বের হয়। ক্রমশ বড় হয়ে ছুঁয়ে নিতে চায় আমন্ত্রণ। কিন্তু, আমার পা ছুটতে থাকে খোলা মাঠে। ছুটতেই থাকে। আমাকে ঘিরে ছুটতে থাকে আমার দিকচক্রবাল। পরিধি বাড়ে, কমে। কিন্তু, কিছুতেই পেরনো যায় না। পুড়িয়ে অতীতে পাঠাই আমার রোজনামচা। আসলে, আকাশে উড়িয়ে দিই, আগামীতে।
               
                              সুপ্রকাশ প্রামাণিক
              ২৬। ০৩। ২০১৩  

2 comments:

  1. Post viewing Deyal would raise so many feelings in each and everyone I suppose. Specially people who have lived in cages or bonding. Awaiting to see what more and what else others feel too.

    Wish the upcoming show would scoop out few more emotional graphs.

    ReplyDelete