নিজেকে খুঁজে পাই
আমি এর আগে 'দেয়াল'-এর কথা শুনিনি। বন্ধুর আমন্ত্রণে শিশির মঞ্চে বেশ কৌতূহল বশেই গিয়েছিলাম 'দেয়াল' নাটকটি দেখতে। নাটকের নিয়মিত দর্শক নই ফলে একক অভিনয়, নির্দেশনা, সব মিলিয়ে অন্য রকম কৌতূহল ছিল। হল থেকে বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল এক রকম আলিঙ্গনে আমায় আবিষ্ট করে রেখেছেন অভিনেতা-নির্দেশক অভিষেক বসু। সমকালীন চিন্তা-চেতনার মানুষ হিসেবে নিজের চারপাশের নানা দেয়ালে আটকে থাকা মন যেন একাত্ম হয়ে মিশে যায় বশীর আর নারায়ণীর মধ্যেকার শয়তানরূপী দেওয়া। নিয়ত যে দেওয়াল ভেঙে উল্লাসে মেতে উঠতে চাই, সে দেওয়াল বোধহয় কোনওদিন ভাঙা যায় না! আর সেই বিশ্বাস এক অবিস্মরনীয় অভিনয়ে মনে গেথে দেন অভিষেকবাবু। বাহ্যিক জগত থেকে উপড়ে তুলে এনে অভিনেতা বলেন দেখো আমার চমৎকারিত্ব। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখি। নিজেকে অপরাধী মনে হয়, কেন এই অভিজ্ঞতায় নিজেকে এর আগে সামিল করিনি। নৌটংকি কলকাতার কাছে অনুরোধ, এই রকম আরও কিছু উপহার দিয়ে মুগ্ধ করুন আমাদের।
সপ্তর্ষি ব্যানার্জি
আমি এর আগে 'দেয়াল'-এর কথা শুনিনি। বন্ধুর আমন্ত্রণে শিশির মঞ্চে বেশ কৌতূহল বশেই গিয়েছিলাম 'দেয়াল' নাটকটি দেখতে। নাটকের নিয়মিত দর্শক নই ফলে একক অভিনয়, নির্দেশনা, সব মিলিয়ে অন্য রকম কৌতূহল ছিল। হল থেকে বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল এক রকম আলিঙ্গনে আমায় আবিষ্ট করে রেখেছেন অভিনেতা-নির্দেশক অভিষেক বসু। সমকালীন চিন্তা-চেতনার মানুষ হিসেবে নিজের চারপাশের নানা দেয়ালে আটকে থাকা মন যেন একাত্ম হয়ে মিশে যায় বশীর আর নারায়ণীর মধ্যেকার শয়তানরূপী দেওয়া। নিয়ত যে দেওয়াল ভেঙে উল্লাসে মেতে উঠতে চাই, সে দেওয়াল বোধহয় কোনওদিন ভাঙা যায় না! আর সেই বিশ্বাস এক অবিস্মরনীয় অভিনয়ে মনে গেথে দেন অভিষেকবাবু। বাহ্যিক জগত থেকে উপড়ে তুলে এনে অভিনেতা বলেন দেখো আমার চমৎকারিত্ব। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখি। নিজেকে অপরাধী মনে হয়, কেন এই অভিজ্ঞতায় নিজেকে এর আগে সামিল করিনি। নৌটংকি কলকাতার কাছে অনুরোধ, এই রকম আরও কিছু উপহার দিয়ে মুগ্ধ করুন আমাদের।
সপ্তর্ষি ব্যানার্জি
I believe "Deyal" has really touched a lot of people. For thetre lovers who missed it, they really missed something and missed it big time.
ReplyDeletetrue
ReplyDelete