বাবা আশুতোষ
চক্রবর্তী রেলে কাজ করতেন বলে, পড়াশোনার জন্য কাকা প্রসাদ চক্রবর্তীর কাছে
থাকতেন, তুলসী চক্রবর্তী। প্রসাদবাবু, ষ্টার থিযেটারে হারমোনিয়াম আর তবলা
বাজাতেন। সেই সূত্র ধরেই অভিনয় জগতে প্রবেশ। তৎকালীন ষ্টার থিযেটারের
মালিক ছিলেন- অপরেশ চন্দ্র মুখোপাধ্যায়। মাত্র ১৭ বছর বয়সেই চোখে পড়ে
যান অপরেশবাবুর। সালটা ছিল – ১৯১৬। এই অপরেশবাবুই তালিম দেন তুলসী
চক্রবর্তীকে। টপ্পা গান, পাখোয়াজ বাজানো সব শিখেছিলেন। ১৯২০ তে প্রথম
ষ্টেজে অভিনয় করেন। নাটকের নাম ছিল:- দুর্গেশনন্দিনী।
তথ্যসূত্রঃ রামকৃষ্ণ ভট্টাচার্য্য
তথ্যসূত্রঃ রামকৃষ্ণ ভট্টাচার্য্য